eaibanglai
Homeএই বাংলায়দীক্ষা না নিয়ে জপ করা কি ভালো ? কী বললেন স্বামী সোমেশ্বরানন্দ...

দীক্ষা না নিয়ে জপ করা কি ভালো ? কী বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ ? জানুন!

সঙ্গীতা চৌধুরীঃ– অনেকের মনে প্রশ্ন থাকে যে দীক্ষা না নিয়ে মন্ত্র জপ করা কি ঠিক? দীক্ষা না নিয়ে মন্ত্রশক্তির কি আদৌ কোন মহিমা আছে? এরকমই একটি প্রশ্ন করেছিলেন এক ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে। একজন ভক্ত একবার জিজ্ঞেস করেছিলেন যে, “আমি দীক্ষা নিই নি। সন্ধ্যায় চোখ বুঁজে বসে মা মা জপ করি। এ কী ঠিক হচ্ছে ? নাকি দীক্ষা নিয়ে গুরুর দেওয়া মন্ত্র জপ করা উচিত ?”

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেছিলেন যে,“দীক্ষার জন্য অন্তর থেকে একটা তাগিদ না আসা পর্যন্ত এভাবেই জপ করে যান। আপাতত মন্ত্র নিয়ে চিন্তা করবেন না। রত্নাকর “মরা মরা” জপ করে এগিয়ে ছিলেন। আসল কথাঃ ঈশ্বরকে আকুলভাবে ডাকা, তাঁকে মন-প্রাণ দেওয়া। যেভাবেই  তাঁকে ডাকুন, তিনি বুঝতে পারেন। এই ব্যাকুলতাই সাধনার মূল কথা। পরে তিনিই আপনাকে জোগাড় করে দেবেন যা দরকার সাধনার গভীরে যেতে। কখন কোথায় দীক্ষা নেবেন এ জানার জন্য তাঁকেই প্রার্থনা করুন। আপনি মা মা জপ করুন। এর সাথে আরেক কাজ করতে পারেন। ঈশ্বরের কোনো মাতৃরূপ কল্পনা করতে পারেন জপের সময়। মা কালী, দুর্গা, মা সারদা, যে রূপই আপনার ভাল লাগে তা চোখ বন্ধ করে কল্পনা করতে করতে মা মা জপ করুন। এমন ভাব নিয়ে জপ করবেন যেন আপনি তাঁকে ডাকছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments