সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- সম্প্রতি আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে ইস্কো লৌহ ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। বর্তমানে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধিগৃহীত এই সংস্থাটি। বিশিষ্ট বাঙালি শিল্পপতি স্যার বীরেন মুখার্জির তৈরি সংস্থাটি বর্তমানে আসানসোল শিল্পাঞ্চলের এক গুরুত্বপূর্ণ কারখানা। কিন্তু ইস্কোর এই আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়ে রীতিমতো অখুশি শিল্পাঞ্চলবাসী। বিশেষত বার্ণপুর শহরের মানুষজন। জানা গেছে ইস্কো কারখানার মধ্য়ে বিশাল দুটি জলাশয় রয়েছে। যা বার্নপুর শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রতি বছর শীতে এই জলাশয়গুলিতে পরিযায়ী পাখিদের ভিড় জমে। তাই জলাশয় ভরাটের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছে না এলাকার মানুষ। শহরবাসীর মতে, এটা দুর্ভাগ্যের বিষয় যে আধুনিকীকরণের দোহাই দিয়ে শহরের গুরুত্বপূর্ণ জলাশয় দুটিকে বুজিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে সেইল ইস্কো কর্তৃপক্ষ। আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুমন কল্যাণ মৌলিকের মতে, বর্তমানের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় এত বড় দুটি জলাশয় বুজিয়ে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হতে বাধ্য। আধুনিকীকরণের জন্য ইস্কোর হাতে প্রচুর জমি রয়েছে তাই এই জলাশয় গুলি বুজিয়ে দেওয়া অযৌক্তিক। সর্বোপরি শিল্পাঞ্চলের মানুষ ইস্কো কর্তৃপক্ষের কাছে জলাশয়গুলি রক্ষা করার আবেদন জানিয়েছেন।