সংবাদদাতা, আসানসোল:– আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। মোট ১৬ জনের নাম ঘোষণা করেন বিমান বসু। তার মধ্যে রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র।
এই আসানসোল এবারে প্রার্থী করা হয়েছে জামুড়িয়ার সিপিএমের প্রাক্তন বিধায়ক জাহানারা খানকে। বর্তমানে সিপিএমের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী জাহানারা খান ২০১১ ও ২০১৬ পরপর দুবার জামুড়িয়া বিধান সভা কেন্দ্র থেকে সিপিএমের বিধায়ক হন। দলের প্রার্থীর নাম ঘোষণা হতেই আসানসোলে দেওয়াল লেখা শুরু করেন সিপিএমের কর্মীরা। আসানসোল শহরের এসবি গরাই রোডের মনিমালা গার্লস স্কুলের মোড়ে দেওয়াল লিখতে দেখা যায়।
প্রসঙ্গতঃ, রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের তরফে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে। বিজেপির তরফে প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক নায়ক পবন সিং নাম ঘোষণা করা হয়েছিলো। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই তিনি লড়াই থেকে সরে দাঁড়ান।
বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা
কলকাতা দক্ষিন-সায়রা শাহ হালিম
যাদবপুর -সৃজন ভট্টাচার্য
কোচবিহার- নীতিশ চন্দ্র রায়।( কোচবিহার)
জলপাইগুড়ি -দেবনাথ বর্মন
বালুরঘাট-জয়দেব সিদ্ধান্ত( আরএসপি)
কৃষ্ণ নগর- এস এম সাদি
দমদম- সুজন চক্রবর্তী
হাওড়া- সব্যসাচী চ্যাটার্জী
শ্রীরামপুর-দীপ্সিতা ধর
হুগলি – মনোদীপ ঘোষ
তমলুক- সায়ন ব্যানার্জী
মেদিনীপুর -বিপ্লব ভট্ট(সিপিআই)
বাঁকুড়া- নীলাঞ্জন দাসগুপ্ত
বিষ্ণুপুর- শীতল কৈবর্ত
বর্ধমান পূর্ব -নীরজ খান
আসানসোল- জাহানারা খান