সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : ১৯৯৪-৯৫ ও ১৯৯৯-২০০০ বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধানের দায়িত্ব সামলান তৃণমূল নেতা শান্তি সিংহ। খাতড়ার বাসিন্দা গোপাল চন্দ্র দত্তের কাছ থেকে তিন দফায় প্রায় ১২ লক্ষ টাকা নেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই টাকা তিনি ফেরৎ দেননি। পরে স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার, মাচানতলা শাখার চেক দিলেও তা বাউন্স করে। পরে আদালতের স্মরণাপন্ন হন খাতড়ার বাসিন্দা গোপাল চন্দ্র দত্ত। প্রাথমিক পর্যায়ে আদালতের হাজির হয়ে টাকা ফেরৎ দেওয়ার কথা বললেও শেষের দিকে তিনি আর উপস্থিত হননি বলে অভিযোগ। সোমবার রাতে বাঁকুড়া সদর থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা ও প্রাক্তন পৌরপ্রধান শান্তি সিংহকে তার মোলডুবকার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আইনজীবি সুজিত কুমার ঘোষ বলেন, চেক বাউন্সের অভিযোগে শান্তি সিংহকে পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে। খাতড়ার এক বাসিন্দার কাছ থেকে ১২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগের পাশাপাশি, টাকা শোধ না দিয়ে তার দেওয়া চেক বাউন্সের কারণেই এই গ্রেফতারের ঘটনা বলে তিনি জানান।