সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনা। লরিরি ধাক্কায় মৃত্যু হল বছর কুড়ির এক বাইক আরোহীর, গুরুতর জখম আরও এক। মৃত যুবকের নাম অরিজিত খান, বাড়ি জয়পুর ব্লকের চালদাকোনা এলাকায়। জখম যুবকের নাম সুরজিৎ খান, বাড়ি হেতিয়া মোসখুয়র এলাকায়। দুর্ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় জয়পুর ব্লকের কুম্ভস্থল এলাকায়।
জানা যায় এদিন প্রায় সন্ধ্যা ছয়টা নাগাদ বাজার সংলগ্ন কুম্বস্তল এলাকায় বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা এবং দেখেন দুই বাইক আরোহী রাস্তায় পড়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে দুজনকেই বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অরিজিৎ খানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে জানা যায় দ্রুত গতিতে থাকা লরির ধাক্কার জেরেই ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই ঘাতক লরিটি এলাকা ছেড়ে চম্পট দিলেও পরে জয়পুর থানার পুলিশ নাকাচেকিং করে ঘাতক লরিটিকে আটক করে।