সঙ্গীতা চৌধুরী:- ধনতেরাসের দিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়- এই রীতি অতি প্রাচীন। স্কন্দ পুরাণে ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। কিন্তু কেন এই প্রদীপ জ্বালানোর রীতি তা অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক। স্কন্দ পুরাণ অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে যমরাজের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বাললে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
আবার পদ্ম পুরাণেও বলা হয়েছে অসময়ে মৃত্যু রোধ করার জন্যে বাড়ির বাইরে প্রদীপ জ্বালাতে। পুরাণ অনুযায়ী যমের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি উপচে পড়ে। এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে, একবার যমরাজ যমদূতদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন তারা যে প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ নেন তাদের কি কখনও কারওর প্রতি দয়া হয়নি? তখন সেই সকল যমদূতের মধ্যে থেকে একজন বলে মর্ত্যলোকে হেম রাজার পুত্রের অর্থাৎ রাজকুমারের অকাল প্রাণ নেওয়ার সময় তাদর খুব দুঃখ হয়েছিল কারণ ১৬ বছর বয়সী সেই রাজকুমারের বিয়ের চার দিনের মাথায় মৃত্যু হয়। তার মৃত্যুর পর পতির শোকে তার অল্প বয়স্ক বৌয়ের কান্না দেখে তার মনে খুব কষ্ট হয়। এই কথা বলেই যমদূত যমরাজকে প্রশ্ন করেন অকাল মৃত্যুর হাত থেকে বাঁচার কোনও উপায় থাকলে তিনি যেন সেটা বলেন। তখন যমরাজ বলেন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন সন্ধ্যে বেলায় যদি কেউ আমার উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালায় তাহলে তার পরিবারে অকাল মৃত্যুর ভয় থাকবে না, মৃত্যু ভয়ও থাকবে না।