eaibanglai
Homeএই বাংলায়এবার জামতাড়া গ্যাংয়ের হদিশ অন্ডালে

এবার জামতাড়া গ্যাংয়ের হদিশ অন্ডালে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গত কয়েক বছরে সাইবার প্রতারণার ক্ষেত্রে ঝাড়খণ্ডের জামতারা গ্যাং দেশের বিভিন্ন প্রান্তে তাদের প্রতারণার জাল বিস্তার করেছে। কখনো ব্যাংক ম্যানেজার সেজে আবার কখনো বা কেওয়াইসি যাচাই করার জন্য লিংক পাঠিয়ে, কখনো বা সরাসরি ফোন করে অন্যের ওটিপি জেনে নিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে সর্বস্বান্ত করাই এদের কাজ। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও ত্রাস এই গ্যাং। এবার অন্ডালে জামতাড়া গ্যাংয়ের হদিশ মিলল। গত শনিবার রাতে অভিযান চালিয়ে এই গ্যাংয়ের তিন পাণ্ডাকে ধরে ফলল আসানসোল সাইবার থানার পুলিশ। ধৃতরা হলো মনীশ মণ্ডল (২০ বছর), সন্তোষ মণ্ডল (৩৫ বছর) ও অমর মণ্ডল (২১ বছর)। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি জামতাড়ার করমাটার এলাকা ও অপরজনের দেওঘর জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরে অন্ডাল থানার উখরার সারদাপল্লীর বাসিন্দা জনৈক সুরেশ মণ্ডলের বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়েছিলো। অভিযোগ সেখান থেকেই এই চক্র প্রতারণা চালাচ্ছিল । এজন্য বেশ কিছু মোবাইল এবং সিম কার্ড নিয়ে তারা বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের সর্বস্বান্ত করছিল। অন্যদিকে এদের কাজকর্ম স্থানীয় মানুষজনের মনে সন্দেহের সৃষ্টি করে। পাশাপাশি পুলিশও গোপন সূত্রে খবর সংগ্রহ করে ও অভিযান চালায় ও তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ১৭টি স্মার্টফোন, দুটি ডেবিট কার্ড ও তিনটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সদর )অরবিন্দ আনন্দ। পাশাপাশি তিনি জানান ধৃতদের বিরুদ্ধে আসানসোল সাইবার ক্রাইম পুলিশ ৩১৬(২), ৩১৮/৩১৯(২), ৬১(২) /৩(৫) ও বিএনএস ৩(৬) নম্বর ধারায় মামলা করেছে।

রবিবার ধৃত তিনজনকে আসানসোল আদালতে পেশ করা হলে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্তকারী আধিকারিকদের দাবি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরো বড় মাথার সন্ধান পাওয়া যাবে। সঙ্গে কত পরিমাণ টাকা এরা ইতিমধ্যেই বিভিন্ন মানুষজনের কাছ থেকে হাতিয়েছে তারও হদিস মিলবে। অন্যদিকে অন্ডালের ওই বাড়ির মালিকের পৈত্রিক বাড়ি জামতাড়ায় হওয়ায় এই ঘটনার সঙ্গে তার যোগ থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments