সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- লোহার রড বাইন্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা কর্মীর। দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার ভাই। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায়। মৃত ঠিকা কর্মীর নাম অলোক বাউরি (৪৮), বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি এলাকার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।
জানা গেছে, অলোক বাউরি ও তার ভাই ভজন বাউড়ি সহ আরও চার কর্মী একটি ঠিকাদার কোম্পানির হয়ে জামুড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় লোহার রড বাইন্ডিংয়ের কাজ করছিলেন। তারা যে জায়গায় কাজ করছিলেন, তার পাশেই ছিল বিদ্যুৎবাহী তারের আর্থিং কানেকশন। কাজ করার সময় অলোক সেই তারের সংস্পর্শে চলে আসেন। এর ফলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। তার এই অবস্থা দেখে, বাঁচাতে যান ভাই ভজন । কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দাদা ভাই দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই আরথিং লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আহত দু’জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা অলোক বাউড়িকে মৃত বলে ঘোষণা করেন। আহত ভজনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কর্মরত অন্য ৪ ঠিকা কর্মী সামান্য দূরে থাকায় তারা প্রাণে বেঁচে যান। তবে সেখানে কর্মরত ঠিকা কর্মীদের দাবি তারা জানতেন আর্থিং কানেকশন তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে। যদিও ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের তরফে ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জামুড়িয়া থানার পুলিশ।