eaibanglai
Homeএই বাংলায়'নারী শিক্ষা' বিস্তারে ও 'স্কুলছুট' রোধ করতে অভিনব উদ্যোগ রাস্তার মাস্টারের

‘নারী শিক্ষা’ বিস্তারে ও ‘স্কুলছুট’ রোধ করতে অভিনব উদ্যোগ রাস্তার মাস্টারের

সংবাদদাতা, জামুড়িয়াঃ- শিক্ষাবর্ষের প্রায় অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত কিন্তু এখনো শিক্ষার্থীদের কাছে নেই পাঠ্যপুস্তক, নেই পঠন-পাঠন চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কিন্তু এরা প্রত্যেকেই উচ্চমাধ্যমিকে পাঠরত আদিবাসী ছাত্রী । ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। ফলস্বরূপ কল্পনা টুডু, পূজা কিস্কু, মমতা হাঁসদারা যখন ভাবছে আর পড়াশুনা করে লাভ নেই, এবার পড়াশোনা থেকে বিদায় নেবার পালা! একইসঙ্গে তখন অঞ্জলি মূর্মু, মল্লিকা সোরেন, রেখা বেশরাদের মত ছাত্রীরা ভাবছে যখন পাঠ্যপুস্তকই নেই তখন স্কুলে গিয়ে কি করব? এই খবর পাওয়া মাত্রই তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা ‘রাস্তার মাস্টার’, দীপ নারায়ন নায়ক সেই সমস্ত আদিবাসী ছাত্রীদের পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী দেওয়ার জন্য উদ্যোগী হন। তিনি তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কোন শিক্ষার্থীর কোন পাঠ্যপুস্তকের প্রয়োজন তার একটি খসড়া তৈরি করেন। এইভাবে তিনি চুরুলিয়া থেকে শুরু করে শ্যামলা পড়াশিয়া সহ জামুরিয়া-রানিগঞ্জ ও আসানসোলের বিস্তীর্ণ এলাকাজুড়ে শতাধিক আদিবাসী ছাত্রীর জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক সহ সহায়িকা-বই, খাতা, পেন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করেন।

আজ দীপাবলি উপলক্ষে তিনি সেই সমস্ত আদিবাসী ছাত্র-ছাত্রীদের হাতে দীপাবলির উপহার স্বরূপ পাঠ্যপুস্তক সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এম.এম.আই.সি. শিক্ষা সুব্রত অধিকারী মহাশয় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বেনারস হিন্দু ইউনিভার্সিটির অধ্যাপক মাননীয় মহেন্দ্র প্রসাদ স্যার, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি অজয় খৈতান মহাশয়।এছাড়া উপস্থিত ছিলেন জামুরিয়া এক চক্রের শিক্ষক শাহজাহান শেখ, অসীম মাঝি,দেবিপ্রসাদ মুখার্জি, পিন্টু লাইক প্রমূখ।

মাননীয় এম.এম.আই.সি. শিক্ষা সুব্রত অধিকারী প্রথমেই রাস্তার মাস্টারের ভুষসী প্রশংসা করে সকল শিক্ষককে এরকম শিক্ষা মূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। তিনি নিজেও যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দেন। এরপর মাননীয় অধ্যক্ষ মহেন্দ্র স্যার বলেন যেভাবে রাস্তার মাস্টার আদিবাসী সমাজের জন্য কাজ করছে তা প্রশংসনীয়। তিনি আরো বলেন স্কুলছুট রোধে রাস্তার মাস্টারের এই কর্মকাণ্ড যথেষ্ট কার্যকরী হবে বলে তিনি আশাবাদী। বিশিষ্ট শিল্পপতি অজয় খৈতান রাস্তার মাস্টারের এই উদ্যোগের সঙ্গে আজ থেকে তিনি নিজেও যুক্ত হলেন বলে জানান। সর্বশেষে রাস্তার মাস্টার তথা দীপ নারায়ন বাবু বলেন নারী শিক্ষা বিস্তারে ও স্কুলছুট রোধের জন্য তাঁর এই প্রয়াস আগামী দিনেও এভাবেই চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments