সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র। ভাঙা হল পুলিশের গাড়ি। আহত একাধিক পুলিশ কর্মী। ঘটনা আসানসোলের জামুড়িয়ার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিচুরিয়া ডাঙ্গালপাড়ার।
অভিযোগ গতকাল রাতে একটি বালি বোঝাই বেপরোয়া লরি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার বাসিন্দা পাগলা গোঁফ কে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরই বালি গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবিতে শুরু করে বিক্ষোভ। খবর পেয়ে ছুটে যায় জামুড়িয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়ে পুলিশকে। এমনকি উত্তেজিত জনতা ইট পাটকেল ও লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ভাঙচুর চালানো হয় পুলিশ গাড়িতে। অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কোন পুলিশ আধিকারিক।




















