সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– এলাকায় জলের পাইপলাইন বসাতে গিয়ে চাষের জমিতে চলল বুলডোজার। ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের। ক্ষতিপূরণ চেয়ে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ চাষীদের। ঘটনা আসানসোলের জামুরিয়ার নিঙ্গা এলাকার গুঞ্জন পার্ক এলাকার।
জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়ির নিঙ্গা এলাকার গুঞ্জন পার্কের কাছে চাষীরা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। টমেটো, বেগুন, বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজি ফলিয়েছে স্থানীয় কিছু কৃষিজীবী মানুষজন। রবিবার সেই জমির একটা বড় অংশে বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করে দেওয়া হয়।
প্রসঙ্গত জামুরিয়া পুর এলাকায় পানীয়জল সরবরাহের জন্য পুরনিগমের তরফে পাইপ লাইন বসানোর কাজ চলছে। অভিযোগ সেই পাইপ লাইন বসানোর জন্য চাষের জমির উপর বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করে দেওয়া হয়। চোখের সামনে এভাবে ফসল নষ্ট হতে দেখে চোখের জল আটকাতে পারেননি কৃষকরা। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন ও পাইপ লাইন বসানোর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
যদিও ওই পাইপ লাইন বসানোর কাজে নিযুক্ত প্রহ্লাদ পাল নামে এক এক সুপারভাইজার দাবি করেন, তিন দিন আগেই চাষীদের সাথে কথা হয়েছে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে চাষীরা দাবি করেন ক্ষেত নষ্ট করার আগেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ক্ষেতে বুলডোজার চালিয়ে দেওয়া হলেও এক পয়সা ক্ষতিপূরণও দেওয়া হয়নি।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক কল্যাণ মাহাতো ও ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভোলা পাসোয়ান। তাঁরা চাষীদের সমর্থনে তাঁদের পাশে দাঁড়ান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দেন।





