সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- তালা বন্ধ ঘরের ভেতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। অন্যদিকে এক বছরের সন্তানকে নিয়ে উধাও মৃতার স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘেটেছে আসানসোলের জামুড়িয়ার থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত হিজলগড়া গ্রামে।
জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে বৈদ্যনাথ পাত্র তার স্ত্রীকে নিয়ে হিজলগড়া গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বছর খানেক আগে তাদের সন্তানের জন্ম হয়। স্থানীয়দের দাবি গতকাল বাড়িতে তালা লাগিয়ে নিজের শিশু সন্তানকে নিয়ে বৈদ্যনাথকে তাঁরা চলে যেতে দেখেন। বিষয়টি নিয়ে সন্দেহ জাগে প্রতিবেশীদের মধ্যে এবং খোঁজখবর নিতে গিয়ে দেখেন তালা বন্ধ বাড়ির ভেতরে খাটিয়ার নিচে কাপড় ঢাকা দেওয়া অবস্থায় বৈদ্যনাথের স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়।
ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য পড়ে যায় এলাকায়। কীভাবে বৈদ্যনাথ পাত্রের স্ত্রীর মৃত্যু হল? বৈদ্যনাথই বা নিজের সন্তানকে নিয়ে কোথায় নিখোঁজ হয়ে গেলেন? এমন নানা প্রশ্ন ঘোরাফেরা করছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, নিখোঁজ বৈদ্যনাথের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানা গেছে।





