eaibanglai
Homeএই বাংলায়ট্রাক্টরকে ধাক্কা মালগাড়ির, মৃত ১, আহত ২

ট্রাক্টরকে ধাক্কা মালগাড়ির, মৃত ১, আহত ২

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রেল লাইন পারাপার করার সময় মালগাড়ির ধাক্কা ইট বোঝাই ট্রাক্টরকে। দুর্ঘটনায় মৃত ১, আহত ২। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার নন্ডি ও দামোদরপুরের মাঝে নন্ডি শ্মশানের কাছে।

জানা গেছে, নন্ডির ইটভাটা থেকে ইট বোঝাই করে দামোদরপুর যাচ্ছিল ট্রাক্টরটি। পথে জঙ্গল এলাকায় রেল লাইন পারাপার করার সময় একটি মালগাড়ি এসে পড়ে। মালগাড়ি কয়েকশো মিটার দূরে টেনে নিয়ে যায় ট্রাক্টরটিকে, তারপর থেমে যায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু পেশায় দীনমজুর জামুড়িয়া থানার শিশির ডাঙ্গার বাসিন্দা ভুটকা সোরেনের। এছাড়াও গুরুতর জখম হন রাজু মূর্মূ ও সুনীল টুডু। স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই তারা জামুড়িয়া থানায় খবর দেন। খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও অন্ডাল রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

অন্যদিকে মালগাড়ির সামনে ট্রাক্টরটি আটকে যাওয়ায় ওই লাইনে রেল চলাচল সাময়িক ব্যাহত হয়। পরে রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের বেশকিছুটা অংশ কেটে, জেসিবি দিয়ে সরিয়ে রেললাইন পরিষ্কার করেন। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে নিরিবিলি জঙ্গল এলাকায় কীভাবে দুর্ঘটনা ঘটল জানা যায়নি। পরে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এদিন সকালে ১০:৪০ মিনিটে অন্ডাল-তপসি-বারাবনি সেকশনে জামুড়িয়ার কাছে একটি ইট বোঝাই ট্রাক্টর একটি খালি মালগাড়ির সামনে চলে আসে। তাতে দুর্ঘটনা ঘটে ও দুর্ভাগ্যবশত ১জনের মৃত্য়ু ও ২ জন গুরুতর জখম হন।

জানা গেছে, নন্ডি থেকে তাড়াতাড়ি দামোদরপুর যাওয়ার জন্য ওই জঙ্গলের রাস্তা অনেক সময় ব্যবহার করেন ট্রাক্টর চালক থেকে শুরু করে অন্য সকল যানবাহনের চালকেরা। এদিন সম্ভবত সেরকমই ভাবেই তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনোর জন্য ওই ট্রাক্টরের চালক জঙ্গলের পথ ধরেছিল বলে মনে করছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments