সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শুক্রবার সকালে অবৈধ পরিত্যক্ত কয়লাখনির গর্তে এক যুবকের পড়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকায়। স্থানীয়দের দাবি প্রাতঃকৃত্য সারতে গিয়ে অসাবধানতাবশত খনির গর্তে পড়ে যান ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের নাম ভীষম রায়, রানীগঞ্জের বাসিন্দা। এদিকে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে এলাকায় ছুটে যায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। দমকলকর্মীরা খনির ভিতরে নামার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করছেন। তবে ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফলে সময় যত গড়াচ্ছে যুবকের বেঁচে থাকার আশা ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ এলাকায় একাধিক অবৈধ পরিত্যক্ত খাদানগুলি বিপজ্জনক অবস্থায় পড়ে থাকলেও তা ভরাটেরে বা বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কোনো ব্যবস্থাই করেনা খনি কর্তৃপক্ষ বা প্রশাসন। ফলে এই ধরণের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।