স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রামঃ– অপহরণের দশ ঘন্টার মধ্যে তিন নাবালিককে উদ্ধার করল পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের নাম শেখ সারিফুল এবং শেখ নাজিমুদ্দিন, তাদের বাড়ি বাড়ি হাওড়ায় । ঘটনা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে নির্মাণকাজের জন্য গত ছয় সাত মাস ধরে হাওড়ার কিছু রাজমিস্ত্রী রয়েছেন। অভিযোগ তাদের মধ্যেই দুজন শেখ সারিফুল এবং শেখ নাজিমুদ্দিন এলাকার কিশোরী নাবালিকা মেয়েদের অভিনয় সহ নানা কাজ পয়িয়ে দেওয়ার প্রলোভন দিয়ে পাচারের চেষ্টা করছিল। আর সেই ফাঁদে পা দেয় গ্রামের দশম শ্রেণির তিন স্কুল পড়ুয়া নাবালিকা। গত বৃহস্পতিবার ওই তিন নাবালিকা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে জানতে পারে দুই যুবক একটি গাড়িতে ওই তিন নাবালিকাকে তুলে নিয়ে গেছে। এরপরই অপহৃত নাবালিকাদের পরিবারের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অন্যদিকে অভিযোগ পেয়েই তৎপরতা শুরু করে দেয় পুলিশ এবং অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে রাতেই অভিযান চালায়। সেই অভিযানে গোপীবল্লভপুর থানার হাতিবাড়ি এলাকা থেকে অপহৃত তিন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তিন নাবালিকাকে নিয়ে পাশের রাজ্যে পালানো চেষ্টা করছিল অভিযুক্তরা। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। শুক্রবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সাথে বড় কোনো পাচার চক্র যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।