eaibanglai
Homeএই বাংলায়বেহাল রাস্তা নিয়ে রাজনৈতিক তরজা, সংস্কারের দাবি

বেহাল রাস্তা নিয়ে রাজনৈতিক তরজা, সংস্কারের দাবি

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রামঃ- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা থেকে বলদী চক যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তার উপর এই বর্ষায় প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার উপর তৈরি হয়েছে একাধিক গর্ত। পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার রূপ। অথচ এই রাস্তা দিয়েই ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতাল,বেলিয়াবেড়া থানা থেকে শুরু করে নিত্যদিনের প্রয়োজনে রান্টুয়া বাজারে এবং বলদী নিগমানন্দ হাই স্কুল এবং বেলিয়াবেড়া গভর্নমেন্ট কলেজে যাতায়াত করতে হয় একাধিক গ্রামের মানুষজন পড়ুয়াদের। অভিযোগ প্রশাসনকে একাধিকবার রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোনও কাজ হয়নি।

অন্যদিকে রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব এর জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করেছে। বিষয়টি নিয়ে গোপীবল্লভপুর দুই মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি তাপস সুঁই বলেন, এই রাজ্য সরকারের আমলে কোনো কাজ হয়নি। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশোভন নায়েক বলেন, গতবার নোটা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় ছিল বিজেপি, তারা রাস্তাঘাটের উন্নয়নে কোনো কাজ করেনি। এবার তৃণমূল কংগ্রেস ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে, সদ্য বোর্ড গঠন হয়েছে, ওই বেহাল রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে।

এখন কবে ওই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments