স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রামঃ- স্টপেজ নেই অথচ ঢাকঢোল পিটিয়ে সূচনা অনুষ্ঠান। এমনই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম স্টেশনে। আর যা নিয়ে শুরু হল বিতর্কও।
রবিবার ৯ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূচনা হয় রাচি হাওড়া বন্দেভারতের। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া টাটা শাখায় এটাই প্রথম বন্দে ভারত। স্টেশনে ট্রেনটি দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। এদিনের সূচনা যাত্রা ঘিরে রেলের তরফে ঝাড়গ্রাম স্টেশনে ঘট করে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এমনকি এদিনের পরীক্ষামূলক যাত্রায় ট্রেনটি স্টপেজও দেয় ঝাড়গ্রাম স্টেশনে। কিন্তু ওই ট্রেনে যাত্রা করতে চেয়ে স্টেশনে টিকিট কাটতে গিয়ে স্থানীয়রা জানতে পারেন ঝাড়গ্রামে স্টপেজ নেই বন্দে ভারতের। শুধু প্রচার অনুষ্ঠানের জন্য এদিন ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়ায় ট্রেনটি।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন ঝাড়গ্রাম বাসী। তাদের বক্তব্য তাদের সাথে ছলানা করা হয়েছে। এমনিতেই করোনা পরবর্তী সময়ে একাধিক বাতিল ট্রেন আজও চালু হয়নি তাদের রুটে। লোকালকে প্যাসেঞ্জার করে ভাড়া বারানো হয়েছে। তার উপর ফের এই বঞ্চনা। ঝাড়গ্রাম পর্যটন মানচিত্রে জায়গা করার পরও রেলপরিষেবা সে ভাবে সুবিধাজনক হয়নি বলেও দাবি এলাকাবাসীর। বন্দে ভারতকে ঘিরে সেই জায়গায় কিছুটা আশার আালো দেখেছিলেন তাঁরা। শুধুমাত্র অনুষ্ঠান করে প্রচার করার জন্য বন্দেভারতের স্টপেজ, মানতে পারছেনা ঝাড়গ্রামবাসী।