eaibanglai
Homeএই বাংলায়তিন দিন পর অবশেষে জীতেন্দ্র তিওয়ারির হস্তক্ষেপে খুললো বেনাচিতি বাজার

তিন দিন পর অবশেষে জীতেন্দ্র তিওয়ারির হস্তক্ষেপে খুললো বেনাচিতি বাজার

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ গত ৩ জুন দুর্গাপুরের বেনাচিতি বাজারে সিভিক পুলিশের হাতে ১ গাড়ি চালকের প্রহৃত হওয়ার ঘটনা। তোলাবাজির অভিযোগ তুলে ব্যবসায়ীদের ওপর অত্যাচারের প্রতিবাদে টানা তিন দিন দুর্গাপুরের বেনাচিতি বাজার বন্ধ রেখে বিক্ষোভ ব্যবসায়ীদের। শুক্রবার আসানসোলের তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি হস্তক্ষেপে অবশেষে দীর্ঘ ৭২ ঘন্টা পর ফের চালু হলো বেনাচিতি ঘোষ মার্কেট। এদিন বেনাচিতি বাজারে ব্যবসায়ীদের সামনে প্রকাশ্য সভা থেকে মেয়র জিতেন্দ্র তিওয়ারি ব্যবসায়ীদের বাজার বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত পুলিশ আধিকারিক এবং দুই সিভিক ভলেন্টিয়ারকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কিন্তু, ঘটনার দিন কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং দুই সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের ঘটনার পর থেকে এখনো গা ঢাকা দিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। এদিন মঞ্চ থেকে ব্যবসায়ীদের কড়া ভাষায় তিনি জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিয়েছে পুলিশ কমিশনারেট তেমনি ঘটনার দিন আইন কে হাতে নিয়ে পুলিশকর্মীদের বেধড়ক মারধরের দায়ে দ্রুত অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশি তোলাবাজির অভিযোগ তুলে বেনাচিতি বাজারের ব্যবসায়ীদের দীর্ঘ তিন দিন ধরে ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জানান, আদপে ব্যবসা বন্ধ রেখে অভিযুক্ত ৩-৪ জন ব্যবসায়ীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আইন আইনের পথেই চলবে। আইনের বাইরে গিয়ে কাজ করার কোন এক্তিয়ার কারোর নেই।

জিতেন্দ্র তিওয়ারি জানান, আগামী দিনেও সাধারণ মানুষের বিপদে আপদে বা বিভিন্ন কারণে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে, তাই হাতে গোনা কয়েকজন পুলিশকর্মীদের কে দিয়ে রাজ্যের সমস্ত পুলিশকর্মীদের যাচাই করা ঠিক নয়। আগামীকাল জামাই ষষ্ঠী, বাঙালির বারো মাসে তেরো পার্বণের এও এক বড় উৎসব। এরকম এক উৎসবের বহু বছরের পুরনো এই বেনাচিতি বাজার দীর্ঘ তিন দিন বন্ধ করে রাখায় চরম সমস্যায় সাধারণ মানুষ। কারণ, জামাইষষ্ঠীর বিশেষ দিনে সকলের বাড়িতেই উৎসবের আবহ, কিন্তু হঠাৎ করে ব্যবসায়ীদের বাজার বন্ধ রেখে বিক্ষোভের জেরে বহু মানুষই এখনো বাজার শেষ করে উঠতে পারেননি। তাই সাধারণ মানুষের অসুবিধার কথা মনে করিয়ে দিয়ে অবিলম্বে বন্ধ বাজার চালু করার নির্দেশ দেন জিতেন্দ্র তিওয়ারি। শেষ পর্যন্ত তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি কথা মতই শুক্রবার সকাল থেকে প্রতিদিনের মত আবারো চালু করা হলো বেনাচিতি ঘোষ মার্কেটের সমস্ত দোকানপাট। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত ৩রা জুনের ঘটনার তীব্র নিন্দা করে জিতেন্দ্র তিওয়ারি জানান, সেদিনের ঘটনায় অভিযুক্ত তিন থেকে চারজন ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে, অবিলম্বে তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন সাংবাদিকদের তরফে পুলিশি তোলাবাজির অভিযোগের প্রশ্ন তোলা হলে বিধায়ক তিনি জানান, রাজ্যের সমস্ত পুলিশ আধিকারিকদের একই মাপ কাঠি দিয়ে বিচার করা ঠিক নয়, সমস্ত ক্ষেত্রেই ব্যতিক্রমী কিছু পুলিশ আধিকারিক থাকেন যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তাই আগামী দিনেও রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আইনের শাসনের দাঁড়ায় চলতে হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments