সংবাদদাতা,আসানসোলঃ– কম্বলকাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার করা হল আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে দিল্লি যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে। তাঁকে আসানসোলে আনার তোড়জোড় শুরু হয়েছে।
প্রসঙ্গত গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে বিজেপির পক্ষ থেকে ‘শিবচর্চা ও মেগা কম্বল বিতরণ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র জায়া তথা স্থানীয় বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর কম্বল বিতরণ অনুষ্ঠানে অরাজকতা তৈরি হয়। কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্ট হয়ে এক নাবালিকা সহ তিন জনের মৃত্যু হয়। আহত হন ৬জন। ওই ঘটনার প্রেক্ষিতে চৈতালি তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি সহ কয়েকজনের নামে এফ আই আর দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানার পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার আসানসোল স্থিত জিতেন-চৈতালির ফ্ল্যাটে যায় পুলিশ। কিন্তু ফ্ল্যাটে তালা থাকায় কারও দেখা না পেয়ে বার বার নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়। যদিও তিওয়ারি দম্পতির দেখা মেলেনি। অবশেষে তদন্তে অসহযোগীতার অভিযোগে এদিন জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ।