eaibanglai
Homeএই বাংলায়২০০ মানুষকে শীতবস্ত্র প্রদান জোনাকির

২০০ মানুষকে শীতবস্ত্র প্রদান জোনাকির

সঙ্গীতা চ্যাটার্জী:- খেজুরীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট,যাঁরা সারা বছর ধরে বহুমুখী সামাজিক কর্মকান্ড নিয়ে মেতে থাকেন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, ক্রীড়া, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ, মানবসেবা, দেশপ্রেম, সততা, ঐক্য, সম্প্রীতি, এই বিষয়গুলোকে সামনে রেখে ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের নিয়ে এই সংস্থা অনবরত ভাবে জেলা জুড়ে কাজ করে চলেছে।

এই প্রবল শীতে মানুষ যেখানে ঠান্ডায় রীতিমত জবুথবু হয়ে গিয়েছেন,সেখানে সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো যে, তারা প্রায় ১৫০ জন মানুষের কাছে শীত বস্ত্র পৌঁছে দেবে,কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে তাদের নেওয়ার সিদ্ধান্তের থেকেও আরও বেশি সংখ্যার মানুষের কাছে পৌঁছতে পেরেছেন তারা। গতকাল ৯ ফেব্রুয়ারি জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এবং কুলঠা চাঁদের হাটের যৌথ উদ্যোগে খেজুরীর শবর গ্রামে প্রায় ২০০ জন মানুষকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয়।

জোনাকির কর্ণধার সেক আসমত এই প্রসঙ্গে বলেন যে, জোনাকির এই বারে টার্গেট ছিলো ১৫০ জন মানুষের কাছে শীত বস্ত্র নিয়ে পৌঁছে যাবো। কিন্তু ২০০ জনের কাছে পৌঁছতে সক্ষম হয়েছি। আমরা মন থেকে খুশি।

সংস্থার কর্ণধার সেক আসমত জানান,“বিভিন্ন কাজ কর্মের মধ্যে মানবসেবা আমাদের অন্যতম কাজ। আমরা সারাবছর মানবসেবা করে থাকি। এই বছর আমরা ৩০০ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছি। আমাদের সহযোগিতা করেছে কুলঠা চাঁদের হাট,তারা ৪০টি শীত বস্ত্র দিয়ে আমাদের সহযোগিতা করেছে। তাঁদের আমরা ধন্যবাদ জানাই। সমাজের জন্য আমাদের পাশে ওনাদের আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি।আপাতত এই বছরের মতো শীত বস্ত্র বিতরণ শেষ হয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments