জ্যোতি প্রকাশ মুখার্জ্জীঃ- সমাজের বিভিন্ন স্তরের নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী এবং কলাকুশলী সহ অন্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়ার লক্ষ্যে গত বছর যাত্রা শুরু করেছিল ‘বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস’। ১৯ শে ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয় সংস্থার ‘বঙ্গ সন্তান সম্মান ও সাংবাদিক সম্বর্ধনা’ অনুষ্ঠান। এটি তাদের ২য় বছর।
প্রসঙ্গত সমাজের প্রতিটি স্তরের বঙ্গ সন্তানদের প্রচারের আলোয় এনে তাদের কাজকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সংস্থাটি কাজ করে চলেছে। পাশাপাশি সারাবছর ধরে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। নবাগত শিল্পীদের কাজের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত করা এই সংস্থার অন্যতম লক্ষ্য।
এই অনুষ্ঠানে ‘বঙ্গ সন্তান ২০২৪’ সম্মানে ভূষিত হন সৌমেন সাহা, ত্রিয়াশা পান্ডিত, ভিশাল খান্না, প্রসূন দাস, বিশ্বজিৎ ব্যানার্জী, সনিয়া, কমল সাহা, কুশল বসু রায়, সোমা দাস, অজয় ভট্টাচার্য, অনন্যা দাস বিশ্বাস , অংশুমান ঠাকুর, বিশিষ্ট সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন, তনুশ্রী গুহ, সামির পাত্র, অনিমেশ সাহা, কৃষ্ণ প্রসাদ পাত্র প্রমুখ। সম্মান জানানো হয় কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধ্রুবজ্যোতি সেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত মোল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, সেখ আজগর আলি, ড. রবিন চক্রবর্তী, বিশিষ্ট সংগীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কর্ণধার বিশ্বরূপ সিনহা , মনোতোষ বেরা, সিঞ্জন সরকার, বিশ্বজিৎ পাল, দেবজিৎ ভট্টাচার্য অনুপ কুমার সামন্ত ও বুলু গোস্বামী । এই দিন মঞ্চ থেকে ‘বং সিনেমাটিক’- এর নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবির শুভমুক্তি কথা ঘোষণা করেন বিশ্বরূপ সিনহা।
সংবাদ জগতে সিনিয়র রিপোর্টার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মোল্লা জসিমউদ্দিনকে। সম্মাননা পেয়ে আপ্লুত জসিমউদ্দিন বললেন- কোনোদিন ভাবিনি এইধরনের একটি সংস্হা আমাকে সম্মাননা প্রদান করবে। এটা শুধু আমার নয় সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে বড় পাওনা। আমার চলার পথে এই উপহার প্রেরণার সৃষ্টি করবে। আমি চেষ্টা করব এই সম্মাননার মর্যাদা রাখতে।
প্রসঙ্গত মঙ্গলকোট থেকে সাংবাদিকতা শুরু করে জসিমউদ্দিন বর্তমানে কলকাতার একটি দৈনিক পত্রিকার আইন বিষয়ক সংবাদদাতা এবং কুমুদ সাহিত্য মেলার সম্পাদক।