নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বন্ধ ঘরের থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত মহিষ্কাপুর প্লট এলাকায়। এটি খুন বলে দাবি করছেন ওই ব্যাক্তির পরিচিতরা। দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাইজার লেনের একটি বহুতল বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বেশ কয়েকজন কাবুলিওয়ালা। তাঁদের মধ্যে বছর ৬২ আজম খান নামের এক কাবুলিওয়ালা শুক্রবার রাতে খুন হল। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ এসে বাড়ির তালা ভেঙে আসম খানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই পলাতক ওই কাবুলিওয়ালার রাঁধুনি। তার বাড়ি বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকায়, বলে সূত্রের খবর। ঘটনায় চাঞ্চল্য বেনাচিতির কাইজার গলি এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, কাবুলের বাসিন্দা আজিম খান নামে ওই কাবুলিওয়ালা মহিষ্কাপুর প্লটে বাড়ি ভাড়া করে বেশ কয়েক বছর ধরে বসবাস করছিলেন। পাশাপাশি কাবুলিওয়ালার পরিবার অন্ডালের কাজোরায় বসবাস করে। আজিম খানের ব্যবসায়ী সঙ্গীরা জানান, দুর্গাপুরে ওই কাবুলিওয়ালা সুদের কারবারের পাশাপাশি আখরোট, কাজুবাদাম ও জামা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। ওই কাবুলিওয়ালার সাথে বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা এক যুবক থাকত যে কাবুলিওয়ালার ঘরে রান্নাবান্নার কাজ করতো।মৃতদেহটি কার্পেট দিয়ে মোড়া ছিল।মৃতের পিঠে ও মাথা সহ বাম কানের পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ কাবুলিওয়ালার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কাবুলিওয়ালার রাঁধুনির এখনো পর্যন্ত্য কোনো সন্ধান পাওয়া যায়নি। খুন কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।