সংবাদদাতা দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন কাঁকসার কুলডিয়ায় এদিন বিরসা মুন্ডার একটি মূর্তি উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। মঙ্গলবার দুপুর তিনটে পঞ্চাশ নাগাদ এই মূর্তির উদ্বোধন অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন মন্ত্র, মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মন পেতে এদিন এই মূর্তি উদ্বোধন করা হলো বলে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা। এদিনের এই মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে আদিবাসীর নৃত্যে গানে ও কবিতায় ভোরে উঠে অনুষ্ঠানের মঞ্চ পরিশর। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা এদিন বিরসা মুন্ডার এই নতুন মূর্তি উদ্বোধনের ফলে আনন্দিত।