নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ৪৪তম কল্পতরু উৎসব ও মেলা উপলক্ষ্যে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো দুর্গাপুর এর ডি. পি. এল. টাউনশিপের মোহর মঞ্চে, ২রা জানুয়ারি,২০২৫ বিকেল থেকে অন্যান্য বছরের মতোই। ১০ই জানুয়ারি পর্যন্ত উল্লিখিত অনুষ্ঠান চলবে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ২রা জানুয়ারির অনুষ্ঠানে নিবেদন করা হলো মুখ্যত: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপন করে। স্থানীয় বিশিষ্ট শিল্পীরা গান,আবৃত্তি নৃত্য ইত্যাদি পরিবেশন করলেন। প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোাধ্যায়, অর্ণশ্রী চক্রবর্তী,বাণী চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীরা মনোজ্ঞ রবীন্দ্রসংগীত পরিবেশন করলেন। সম্মেলক সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের সাধুবাদ পেলেন দুর্গাপুর রম্যবীণা, চিন্তামণি সংগীত বিদ্যালয় ,মোহর, স্বরবাক ইত্যাদি সংস্থা। ছিল নৃত্যানুষ্ঠানও। সবশেষে বিভিন্ন স্বাদের সংগীত পরিবেশন করলেন সুপরিচিত সংগীত শিল্পী সাগ্নিক সেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রূপা মুখার্জী।