নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান বা চিত্রালয় ময়দানে আজ থেকে শুরু হতে চলেছে ‘কমল মেলা’। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর উদ্যোগেই এই মালার আয়োজন বলে দাবি। যদিও এই মেলার আয়োজন ঘিরে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দান বা চিত্রালয় ময়দানে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। আজ ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারাও। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের জনমুখী প্রকল্পগুলির প্রচার ও প্রসারের মাধ্যমে পশ্চিমবঙ্গবাশির মন জয় করতে চাইছে কেন্দ্রীয় সরকার বলে অনেকের ধারণা।
ভারতবর্ষের প্রায় প্রতিটি নির্বাচনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ প্রতিটি রাজনৈতিক দলের কাছে এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য বিভিন্ন জনমুখীর প্রকল্পগুলির ইতিমধ্যেই বঙ্গ নারীর মন জয় করে রেখেছে। তাই হয়তো কেন্দ্রীয় সরকারের কমল মেলায় পশ্চিমবঙ্গের দশভূজা দশ বীরাঙ্গনা নারীর প্রতিকৃতি ও পরিচয় মন্ডিত সুসজ্জিত প্রধান প্রবেশদ্বার নির্মাণ হয়েছে।
একটি সূত্র মারফত জানা গেছে, আজ সন্ধ্যায় বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতি ও তাকে স্বাগত জানাতে বিরাট আতশবাজির প্রদর্শনী হবে চিত্রালয় মেলা ময়দানে। শুধু তাই নয় আজকের জন্য বিশেষ চমক হল কমল মেলা সংলগ্ন যে বিনোদন মেলার আয়োজন করা হয়েছে সেখানে থেকা প্রায় ১০ টি অত্যাধুনিক “জয় রাইড” সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আগত সকল মেলায় প্রবেশকারী সাধারণ মানুষজনকে। আজ সন্ধ্যায় বঙ্গ তনয়া বিখ্যাত বলিউড সংগীতশিল্পী মোনালি ঠাকুরের এক মনোজ্ঞ সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুর্গাপুর শিল্পাঞ্চলের স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের দাবি, এই মেলা কোনও দলীয় ব্যানারে নয়, বরং নাগরিক উদ্যোগ হিসেবেই আয়োজন করা হচ্ছে। দুর্গাপুর পশ্চিমের জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরের মানুষ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর দাবি জানাচ্ছেন, সেই কারণেই এই মেলার আয়োজন।” পাশাপাশি এই ধরণের মেলা আগামী দিনে সারা রাজ্যজুরে করা হবে বলেও তিনি দাবি করেন।



















