সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- তারকেশ্বর বিষ্ণুপুরের থমকে যাওয়া রেল প্রকল্প দ্রুত শেষ করার দাবি নিয়ে গত ৪ঠা আগস্ট কামারপুকুরের মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে এক মিছিল বার করে জনসাধারণ। এই মিছিলের মূল ভাগে ছিলেন রাকেশ মালিক ও শুভ লাহার মতো মানুষজন। রেললাইন চালু হওয়ার দাবিকে সামনে রেখে গত ৪ ঠা আগস্ট বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় নিয়ে তারা বিশাল বড় একটি মিছিল বার করে। কামারপুকুরের লাহা বাজার থেকে কামারপুকুর চটি পর্যন্ত বিকেল ৪ টে থেকে ৬টা অবধি চলে এই মিছিল।
তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প দ্রুত চালু করার প্রসঙ্গে এই মিছিলের একজন অত্যন্ত সক্রিয় সদস্য রাকেশ মালিক জানান যে, “বৃষ্টির মধ্যেও গতকাল প্রায় ২০০ জনের কাছাকাছি মানুষ উপস্থিত হয়েছিলেন এই মিছিলে এবং আমাদের একটাই দাবি সেটা রেলের পক্ষে, আমরা চাই শান্তি পূর্ণ ভাবে রেলটা চালু হোক।” তিনি আরো বলেন যে, “তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প চালু হলে কামারপুকুর জয়রামবাটীর মতো দুটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দেশ-বিদেশ থেকে মানুষ আসে, সেখানে মানুষ খুব সহজে আসতে পারবে তার সাথে সাথে এখানকার মানুষজন যারা চাষের সাথে যুক্ত তারা শহরে খুব সহজেই ফসল পৌঁছে দিতে পারবে। এছড়াও এখানে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা রয়েছে তারা শহর কলকাতায় পড়তে যেতে পারবে। এবং এখানকার আর্থিক সামাজিক উন্নতি হবে।”






		









                                    