eaibanglai
Homeএই বাংলায়শীত পড়তেই কাঁকসায় পরিযায়ী পাখির ভিড়

শীত পড়তেই কাঁকসায় পরিযায়ী পাখির ভিড়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গুটি গুটি পায়ে হলেও অবশেষে হাজির শীত। যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে শীত পড়েছে দিন ১০-১২ হয়ে গেল। আর শীত পড়তেই রাজ্যে হাজির পরিযায়ী পাখিরা। পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন এলাকা কাঁকসার গড় জঙ্গলের জলাশয়গুলিতেও ভিড় জমিয়েছে এই সব ভিন দেশী পাখিরা।
সাইবেরিয়ান হাঁস সহ একাধিক প্রজাতির হাঁস, বক, পানকৌড়ি, সহ নানা প্রজাতির পরিযায়ী পাখির ভিড়ে গড় জঙ্গল যেন পাখিরালয়ে পরিণত হয়েছে। ভোর থেকে সন্ধে জলাশয়ের ওপর পাখিদের ডানার ঝাপটা, উড়াউড়ি আর জলে ভেসে থাকা মন কাড়ছে প্রকৃতি প্রেমীদের। প্রতিদিনই বাড়ছে পর্যটকের আনাগোনা।

এদিকে পাখি ও পর্যটকদের ভিড় বাড়তেই অবৈধ শিকার রুখতে বনদপ্তরের তরফে জলাশয় সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বিশেষ নজরদারি। পর্যটকদের জন্য নির্ধারিত পথ ছাড়া অন্যত্র প্রবেশে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি উচ্চ শব্দ বা শব্দবাজি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

দুর্গাপুর রেঞ্জের বন আধিকারিক কিশলয় মুখোপাধ্যায়ের জানান, “শীতের অতিথিদের নিরাপদ পরিবেশ দিতে বনদপ্তরের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের আপ্যায়নে কোনও খামতি রাখা হবে না। আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়াচ্ছি। বনকর্মীরা সদাসর্বদা সজাগ রয়েছেন।”

প্রসঙ্গত, প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে দূরদূরান্ত থেকেও বহু মানুষ গড়জঙ্গলে ছুটে আসেন পরিযায়ী পাখিদের দেখতে। তবে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments