নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কাঁকসার গোপালপুর পঞ্চায়েত এলাকায় মাটি পাচারের অভিযোগ। ভূমি দপ্তরের আধিকারিক অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল অবৈধ মাটি কাটার মেশিন ও মাটি বোঝাই ট্রাক্টর ও ডাম্পার।
প্রসঙ্গত দু দিনের ভারী বৃষ্টির কারণে গোপালপুর পঞ্চায়েতের বেশকিছু এলাকা জলমগ্ন। অভিযোগ প্রশাসনের আধিকারিকরা যখন এই বানভাসি এলাকাগুলোর দেখশুনায় ব্যস্ত তখন সেই সুযোগেই বেশ কিছু অসাধু ব্যক্তি মাটি কেটে পাচার শুরু করে। স্থানীয়দের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি কাঁকসা ভূমি দপ্তর আধিকারীকে জানান গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি। আর বিষয়টি জানতে পেরে পদক্ষেপ করেন কাঁকসা ভূমি দপ্তরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলাল। শুক্রবার তিনি তাঁর টিম নিয়ে অভিযান চালান এবং মাটি কাটার জেসিবি মেশিন সহ তিনটি মাটি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেন। পাশাপাশি এলাকায় নজরদারি শুরু করেন ।
এরই মধ্যে শনিবার সকালে ভূমি দপ্তরের রেভিনিউ আধিকারিক কল্যাণ মিত্র ও মৃণাল বাস্কে কাঁকসার জাটগড়িয়া থেকে পানাগড়ের দিকে যাওয়ার সময় মাটি বোঝাই একটি ডাম্পার আটক করেন।
প্রসঙ্গত কাঁকসার একদিকে অজয় নদ অপরদিকে দামোদর নদ। সেখান থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ বরাবরের । কিন্তু এখন মাটি পাচারও যে সক্রিয় তা এদিনের ঘটনাই প্রমান করল। যদিও ভূমি দপ্তরে আধিকারিক জানিয়েছেন ২৪ ঘন্টা নজরদারি চলছে। এবং অবৈধ মাটি পাচারকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।