নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুঃসাহসিক চুরির পর এবার বন্ধ পরিষেবা। নেই জল, বিদ্যুৎ। অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বুধবার সকালে পথ অবরোধে সামিল হলেন বহুতল আবাসিকের বাসিন্দারা। ঘটনা দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া এলাকার। অন্যদিকে ব্যস্ত সময়ের পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত সোমবার গভীর রাতে দুর্গাপুরের বামুনাড়ার ওই বহুতল আবাসনে পর পর তিনটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আবাসনে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন ওঠে। বাসিন্দাদের দাবি এরপর বুধবার সকাল থেকে তারা দেখেন বিদ্যুৎ, জল সহ আবাসনের অন্যান্য পরিষেবা বন্ধ। খবর নিয়ে জানতে পারেন চুরির ঘটনার পর আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও অন্যান্য আবাসন কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে, তারই জেরে আবাসনের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে। প্রতিবাদে বামুনাড়া থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় বসে পড়ে থালা বাজিয়ে অবরোধ শুরু করেন বাসিন্দারা। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়। অন্যদিকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি বিষয়টি নিয়ে জানান, কিছু সমস্যা দেখা দিয়েছিল। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।