নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– প্রাকৃতিক দুর্যোগের দরুণ ব্যাহত হওয়া বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। এমনই অভিযোগে গতকাল রাতে কাঁকসার রঘুনাথপুর বিদ্যুৎ সাব স্টেশনে হামলা চালাল এক দল দুষ্কৃতী। সাব স্টেশনে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বিদ্যুৎ কর্মীদের উপরও বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় দুটি বিদ্যুৎ দপ্তরের গাড়িও। ঘটনায় গুরুতর জখম হন এক বিদ্যুৎ কর্মী। প্রতিবাদে এদিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে সরব হন বিদ্যুৎ কর্মীরা।
উল্লেখ্য গতকাল সোমবার দক্ষিণ বঙ্গের একাধিক জেলার পাশাপাশি ব্যাপক ঝড় বৃষ্টি হয় পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ পড়ে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে বহু এলাকার বিদ্যুৎ পরিষেবা। এরই মধ্যে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ কাঁকসার রঘুনাথপুর সাব স্টেশনে গাড়ি করে এসে পৌঁছয় একদল দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই সাব স্টেশনের পাঁচিল টোপকে ভেতরে ঢোকে দুষ্কৃতী দলটি এবং বাঁশ, লাঠি, পাটকেল নিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। হামলা চালায় ওই সময় বিদ্যুৎ সাব স্টেশনে কর্মরত কর্মীদের উপরও।
ঘটনায় গুরুতর জখম এক কর্মী জানান, ওই দুষ্কৃতী দলটি তাদের জানায় তারা বুদবুদের কাঁকড়া থেকে এসেছে । অন্যদিকে ওই হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন বিদ্যুৎ কর্মীরা। পাশাপাশি বিষয়টি কাঁকসা থানার পুলিশকে এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানানো হয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখারও হুঁশিয়ারি দেন তারা।