সংবাদদাতা,কাঁকসাঃ- কাঁকসার জঙ্গল থেকে এক নিখোঁজ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল শনিবার। জানা মৃত ব্যক্তির নাম গৌড় রাউথ বয়স আনুমানিক ৪২ বছর।
ঘটনা সূত্রে জানা যায় ওই ব্যক্তি কাঁকসার বিদবিহারের শিবপুরের বাসিন্দা হলেও বর্তমানে ফুলঝোড় এলাকায় থাকতেন। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন গৌড় রাউথ নামে ওই ব্যক্তি। অবশেষে এদিন সকালে কাঁকসার জাঠগড়িয়ার জঙ্গল থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজখবর নিতে গিয়ে এক ব্যক্তির পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধারের পাশাপাশি পরিবারের লোকজনকে দিয়ে দেহটি শনাক্ত করায় ও ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এছাড়াও মৃতদেহের পাশ থেকে একটি বাইকও উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান মৃতদেহের গলায় ফাঁস লাগানো ছিল এবং মৃতদেহের পাশের একটি গাছের ডাল ভেঙে পড়েছিল। তাদের প্রাথমিক অনুমান ওই গাছে ফাঁস দিয়ে ঝুলছিল মৃতদেহটি। পরে কোনওভাবে ডাল ভেঙে সেটি মাটিতে পড়ে যায়। তবে এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা, তা নিয়ে ধন্ধ কাটেনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।