সংবাদদাতা,কাঁকসাঃ– পশ্চিম বর্ধমান জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্য়তম দেউল। কাঁকসার ঘন জঙ্গলের মাঝে ঐতিহাসিক শ্যামা-রুপা মন্দির ও দেউলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র । কাঁকসার এই জঙ্গলে রয়েছে প্রায় ১০০ টি চিতল হরিণ ও কয়েকশ ময়ূর। রয়েছে নীলগাই ও। গড়ে উঠেছে বন দপ্তরের রিসর্ট ও ওয়াচ টাওয়ার। কিন্তু কাঁকসা থেকে দেউল যেতে কোনো পাকা রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হয় পর্যটকদের। প্রায় ৫ কিলোমিটার ঘুর পথে পৌঁছতে হয় এই পর্যটন কেন্দ্রে। এলাকাবাসীরও দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। এবার পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই দাবি পূরণ করতে চলেছে রাজ্য সরকার। কাঁকসার বিষ্ণুপুর থেকে আজয়পল্লী পর্যন্ত কাঁচা রাস্তা পাকা হতে চলেছে। সোমবার এই রাস্তার কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। প্রায় তিন কিলোমিটার রাস্তা তৈরি করতে ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যায় হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি আগামী কয়েকমাসের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবেও বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জেলা থেকেই জঙ্গলপ্রেমী পর্যটকরা কাঁকসার জঙ্গলঘেরা এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। এবার জঙ্গলের বুক চিরে চলে যাওয়া মনোরম পরিবেশে পাকা রাস্তা পর্যটকদের আরও বেশী করে আকর্ষণ করবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।