নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রাজ্যজুড়ে শুরু হয়েছে ষষ্ঠতম দুয়ারে সরকার শিবির। এই কর্মসূচির অন্তর্গত বুধবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার আদিবাসী এলাকায় প্রথম অনুষ্ঠিত হল দুয়ারে সরকার আবেদনকারীদের মডেল পরিষেবা প্রদান অনুষ্ঠান। যেখানে পরিষেবা প্রদান করেন জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিও।
সরকারের পক্ষ থেকে কাঁকসার জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত আদুড়িয়া আদিবাসী পাড়াকে বেছে নেওয়া হয় প্রথম পরিষেবা প্রদান কম্পের জন্য। চলতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনকারীদের হাতে পরিষেবা প্রদান করা হয় এদিন। প্রায় ২০০ উপভোক্তার হাতে এদিন পরিষেবা প্রদান করা হয়। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ ও দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্ন্না দে উপভোক্তাদের হাতে তুলে দেন পরিষেবা প্রদানকারী কার্ড। পাশাপাশি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, জমির পার্টটাও বিতরণ করা হয় এই মডেল পরিষেবা প্রদান ক্যাম্পের মাধ্যমে। এদিনের এই মডেল পরিষেবা প্রদান ক্যাম্প থেকে প্রায় ৩৩ রকম সরকারি পরিষেবা প্রদান করা হয়। এমনকি কানের মেশিনও দেওয়া হয় এই ক্যাম্পের মাধ্যমে।
পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ এদিন বলেন, জেলায় প্রথম পরিষেবা প্রদান অনুষ্ঠান জঙ্গলমহলের আদিবাসী এলাকা থেকেই শুরু হলো। এই পরিষেবা পেয়ে কৃষকরা, পড়ুয়ারা, ব্যবসায়ীরা ও হস্ত শিল্পীরা উপকৃত হবেন। অন্যদিকে হাতে হাতে পরিষেবা পেয়ে খুশি কাঁকসার জঙ্গল মহলের উপভোক্তারাও।