নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসায় বন্ধ কারখানায় নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
ঘটনা সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে কাঁকসার জঙ্গলমহলের সুন্দিয়ারা এলাকার একটি বন্ধ জলের কারখানায় ৩০ জনের ডাকাত দল হানা দেয় এবং কারখানার জানালার দেওয়াল কেটে ভেতরে ঢোকে। কারখানার ভেতরে প্রবেশ করার আগে বেশ কয়েকটি সিসিটিভি এবং কারখানার ভেতর বেশ কয়েকটি সিসিটিভি নষ্ট করে দেয়। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মরত একজন বন্দুকধারী সহ ৩ নিরাপত্তারক্ষীকে গাছে বেঁধে রাখে। এমনকি তাদের মারধোর করা হয় বলেও অভিযোগ। এরপর দশটি জেনারেটর, ৪টি হেভি মোটর, বেশ কিছু পাইপ সহ প্রায় ২লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। নিরাপত্তারক্ষীরা ফোন করে কারখানা কর্তৃপক্ষকে ঘটনার কথা জানালে কারখানা কর্তৃপক্ষ কাঁকসা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের উদ্ধার করে। কাঁকসার এসিপি সুমন কুমার জসওয়াল জানান পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশী।