নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত কয়েক দিনের নিম্নচাপের বৃষ্টিতে বান এসেছে অজয় নদে। আর সেই ভরা বানে নদী পেরোতে গিয়ে মাঝ নদীতেই আটকে গেল পাথর বোঝাই ডাম্পার। তবে এই দুর্ঘটনার জেরে প্রাণহানীর ঘটনা ঘটেনি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে প্রাণে বাঁচেন ডাম্পারের চালক ও খালাসি। শনিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের কাঁকসায়।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে অজয়ের অস্থায়ী সেতু পার হয়ে বীরভূমের জয়দেব থেকে কাঁকসার শিবপুরের দিকে আসছিল একটি পাথর বোঝাই ছয় চাকার ডাম্পার। সেই সময় অজয় নদে হঠাৎ হড়পা বান আসে এবং অস্থায়ী সেতু ভেঙে ডাম্পারটি মাঝ নদীতে আটকে পড়ে। সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কোনক্রমে নিরাপদ জায়গায় পৌঁছয় ওই ডাম্পারের চালক ও খালাসী। অন্যদিকে ওই সময় অস্থায়ী মাটির সেতুটির নির্মাণ কাজও চলছিল। হঠাৎ বান আসায় সেতু নির্মাণের কর্মীরাও সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছে প্রাণে বাঁচেন।
এদিকে দুই জেলার সংযোগকারী অজয়ের অস্থায়ী সেতুটি বানের তোড়ে ভেসে যাওয়ায় চড়ম ভোগান্তির মুখে পড়েছেন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার মানুষ।