eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার লোহাগুরি আদিবাসী পাড়ায় হুল দিবস পালন

কাঁকসার লোহাগুরি আদিবাসী পাড়ায় হুল দিবস পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ ৩০ জুন, হুল দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য একটি দিন। সারা দেশ তথা রাজ্যের সঙ্গে দুর্গাপুরের কাঁকসা ব্লকের লোহাগুরি আদিবাসী পাড়ায় বিশেষভাবে পালিত হল দিনটি। পাতাকা উত্তোলন ও ধামসা ও মাদল বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের সিধু, কানহু সহ বীর আদিবাসী শহীদের স্মরণ করে উদযাপন করা হয় দিনটি। অনুষ্ঠানে রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেয় এলাকার আদিবাসী মানুষজন। বিশেষ করে কচিকাঁচাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল-এর সূচনা হয়। এটিই ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র সঙ্ঘবদ্ধ আন্দোলন। যে আন্দোলনের নেতৃত্বে ছিলেন সিধু ও কানহু। এছাড়াও উল্লেখ্যগোয্য আদিবাসী নেতাদের মধ্যে ছিলেন চাঁদ এবং ভৈরব।

এরপর ১৮৫৭ সালে যখন ব্রিটিশ সেপাইদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন কল, সাঁওতাল, ভীম, মুন্ডা, মাহাতো সেই আন্দোলনে জড়িয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। সেই থেকেই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে।

১৮৫৫ সালের ৩০ জুন,আদিবাসী মানুষজন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদের গুলিতে মৃত্যু হয় সিধু, কানু, চাঁদ, ভৈরব সহ একাধিক আদিবাসী নেতৃত্বের। এরপর থেকেই প্রতিবছর সেই বীরদের স্মরণ করতে ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments