নিজস্ব সংবাদদাতা,কাঁকসাঃ- রাত পোহালেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই জয়দেব কেন্দুলি মেলা। মকর সংক্রান্তিতে অজয় নদে পুণ্য স্নান করেন বহু ধর্মপ্রাণ পুণ্যার্থী। আর এই নদের ধারেই অর্থাৎ কাঁকসার শিবপুরে সংক্রান্তি উপলক্ষ্যে বসে বাংলার আতিহ্যবাহী জয়দেব মেলা। লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান এই মেলায়। বাংলার বাউল, ফকির শিল্পিরাও আসেন জয়দেবের মেলায়। এমনকি অনেক বিদেশী পর্যটকও ঘুরতে আসেন বাংলার এই ঐতিহ্যবাহী মেলায়।
শনিবার জয়দেব মেলার সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার। পাশাপাশি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম, বিদবিহার গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা।
প্রসঙ্গত গত দু’বছর করোনার জেরে বন্ধ ছিল মেলা। এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই ভক্ত সমাগম হতে চলেছে। পুরোনো ছন্দে ফিরছে জয়দেব মেলা। ইতিমধ্যে ভিড় সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। উপস্থিত রয়েছেন কাঁকসার দুই এসিপি।