সংবাদদাতা,কাঁকসাঃ- মহালয়ার ভোরে অজয়ের জলে তর্পণে নেমে তলিয়ে গেলেন প্রৌঢ়। ঘটনা কাঁকসার শিবপুরের। বৃদ্ধের নাম শ্রীধর চ্যাটার্জি, বয়স ৬৫ বছর।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, কাঁকসার বামুনারার বাসিন্দা শ্রীধর চ্যাটার্জি এদিন স্থানীয় ছয় ব্যক্তির সঙ্গে শিবপুরে অজয় নদে তর্পণ করতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান তর্পণের পর অজয়ে সাঁতার কাটতে নেমে আচমকাই তলিয়ে যান ওই প্রৌঢ়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাঁকসা থানায়। স্থানীয়দের সাহায্যে পুলিশ প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে শ্রীধর চ্যাটার্জিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ অজয়ে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে শিবপুরের অজয়ের ঘাটে একাধিক বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। তাদের অনুমান সেরকমই কোনও গর্তে পড়ে গিয়ে তলিয়ে যান শ্রীধরবাবু। এমনকি বিগত কয়েক বছরে এই ঘাটে স্নানে নেমে অনেকেরই মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।