eaibanglai
Homeএই বাংলায়পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ কাঁকসার জাঠগড়িয়ায়

পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ কাঁকসার জাঠগড়িয়ায়

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে সোমবার রাস্তায় ধান পুঁতে পথ অবরোধে সামিল হলেন কাঁকসার জাঠগড়িয়া এলাকার বাসিন্দারা। পুলিশকে ঘিরেও চলল প্রতিবাদ বিক্ষোভ।

প্রসঙ্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের মধাইগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা জানান এই রাস্তা দিয়েই আইকিউসিটি মেডিক্যাল কলেজ ও কাঁটাবেড়িয়া স্কুলে যাতায়াত করে এলাকার দু,তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। শুধু জেলারই নয় পার্শ্ববর্তী জেলা বীরভূমের বাসিন্দারও যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। বেহাল রাস্তার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে, ঘটছে দুর্ঘটনা। এদিকে সম্প্রতি খাটগড়িয়া থেকে কাঁটাবেড়িয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজের সূচনা হলেও, কাঁটাবেড়িয়া থেকে জাটগড়িয়া মোড় পর্যন্ত সংস্কারের কোনও উল্লেখ নেই তাতে। স্থানীয়দের দাবি জেলায় দুজন মন্ত্রী থাকা সত্ত্বেও বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের। তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে জাঠগরিয়া মোড়ে পথ অবরোধ করে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনে সামিল হয় স্কুল পড়ুয়ারাও। পরিস্থিতি সামাল দিতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেন স্থানীয়রা। যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে প্রশাসন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাসের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, দ্রুত টেন্ডার প্রক্রিয়া করে এই রাস্তার কাজ শুরু করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments