নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– কাঁকসার আকন্দারায় গ্যাস উত্তোলক সংস্থার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হল স্থানীয় তৃণমূল কর্মী ও এলাকার কিছু বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোমবার সকালে। পরে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ তৃণমূল পরিচালিত মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জি স্থানীয় গ্রামবাসীদের বঞ্চিত করে ওই বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় টাকার বিনিময়ে নিরাপত্তা রক্ষী নিয়োগ করছেন। বিক্ষোভরত এক তৃণমূল কর্মী বিশ্বজিৎ ঘোষ এদিন বলেন, “এলাকার প্রধান পীযূষ মুখার্জী নিজের লোককে নিয়োগ করাচ্ছেন কোনো আলোচনা ছাড়াই। অন্যদিকে বিক্ষোভরত স্থানীয় এক ব্যক্তি বুধন হাঁসদা অভিযোগ করে বলেন, “প্রধান টাকার বিনিময়ে লোক নিয়োগ করাচ্ছেন। এদিকে গ্রামের আদিবাসী পাড়ার মানুষজন দীর্ঘদিন ধরে কাজের দাবি করেও কাজ পাচ্ছে না ।”
এদিকে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করে স্থানীয় বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালী বলেন, “তৃণমূল দলটাই দুর্নীতিতে ভরে গিয়েছে।”
যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জি। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভ্রান্ত বলে দাবি করেছেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্যও প্রধানের পাশে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়ে দেন যারা আন্দোলন করছে তারা দলের কেউ নয়। যদিও পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীরাই প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলায় কিছুটা হলেও বিড়ম্বনায় ঘাসফুল শিবির।