নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পিএইচই জলের পাইপ ফেটে দুর্ভোগে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের রাইস মিল রোডের বাসিন্দারা। আর এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ রাজ্য সরকারের কাটমানি নীতির ফলে নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি পাইপ লাইন ফেটে যাচ্ছে । যার ফলে একদিকে যেমন জলের অপচয় হচ্ছে অন্যদিকে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যদিও শাসকদলের নেতৃত্বদের দাবি বিজেপি মিথ্যে অভিযোগ করছে। যে সমস্যা হয়েছে তা শীঘ্রই মিটে যাবে।
অভিযোগ বার বার মেরামতি সত্ত্বেও রাইস মিল রোডের জলের ওই পাইপ লাইন ফেটে যাচ্ছে ও বিপাকে পড়ছেন স্থানীয়রা, অপচয় হচ্ছে জলের। এদিন বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, “বাড়িতে বাড়িতে জল না পৌঁছলেও রাস্তা জলে ভেসে যাচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। ওই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার কাটমানি দিয়ে কাজ পেয়েছেন তাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন, যার জেরেই বার বার পাইপ ফেটে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা।” যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বিজেপি জেলা সহসভাপিতর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ভারী যানবাহন যাতায়াতের ফলেই এই বিপত্তি। পিএইচই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।”