নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে পশ্চিম বর্ধমানের বিদবিহারের অজয় নদের উপর সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দপ্তরের উদ্যোগে সেতুটি নির্মাণে খরচহয়েছে ১৩৮কোটি টাকা। সেতুর নাম দেওয়া হয়েছে জয়দেব সেতু।
সেতুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এই সেতু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও মানুষের চরম সুবিধা হবে।” সেতুর উদ্বোধনের পরই চালু করা হয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) দুর্গাপুর-সিউড়ি রুটের বাস। কাঁকসার শিবপুর থেকে বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল। এই বাস নতুন সেতুর উপর দিয়ে দুই জেলার মধ্যে যাতায়াত করবে। আপাতত ১টি বাস দুর্গাপুর থেকে সিউড়ি রুটে চলবে। ধাপে ধাপে বাস পরিষেবা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ। পণ্য পরিবহনে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরো নিবিড় হল। আমরা খুব খুশি।”
অন্যদিকে স্থানীয়রা জানান, অজয় পার করে দুই জেলার মধ্যে যাতায়াতের অসুবিধার জন্য দীর্ঘদিন ধরে সেতুর চাহিদা ছিল। বিশেষ করে বর্ষার সময় অজয় নদ পেরনে দুঃসহ হয়ে উঠতো। অবশেষে সেই সেতুর উদ্বোধন হওয়ায় সকলেই খুশি।
কাঁকসার বিদবিহারের প্রশাসনিক মঞ্চে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, গোলসির বিধায়ক নেপাল ঘরুই, জেলাশাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ।





