eaibanglai
Homeএই বাংলায়যাত্রী সাথী' অ্যাপ সম্পর্কে সচেতনতামূলক শিবির হলো কাঁকসায়

যাত্রী সাথী’ অ্যাপ সম্পর্কে সচেতনতামূলক শিবির হলো কাঁকসায়

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, কাঁকসা, পশ্চিম বর্ধমান-: পথ দুর্ঘটনা কমানোর জন্য কয়েক বছর আগে চালু হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প। এবার যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি চালকদের সুবিধার্থে সরকারিভাবে চালু করা হয় ‘যাত্রী সাথী’ অ্যাপ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তার কালীঘাটের অফিস থেকে ভার্চুয়ালি এই অ্যাপের উদ্বোধন করেন।

জানা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে যখন কোনো গাড়ি ‘বুক’ করা হবে তখন সংশ্লিষ্ট চালকের সমস্ত তথ্য লিপিবদ্ধ থাকছে পুলিশ প্রশাসনের কাছে।অ্যাপের ড্যাশবোর্ড সরাসরি পুলিশের দেখার সুযোগ থাকায় যে কোনও ধরনের নিরাপত্তা জনিত সমস্যার ক্ষেত্রে সরাসরি সাহায্য পাওয়ার সুযোগ থাকছে। ফলে যাত্রীরা সর্বদা নিরাপদ থাকবে। এখানে কোনো কমিশন প্রথা না থাকায় খরচ অনেক কম হবে। এক কথায়, নিরাপত্তা সহ সব দিক দিয়ে এই অ্যাপ যাত্রীদের পক্ষে লাভজনক হবে।

এই ‘যাত্রী সাথী’ অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরির পাশাপাশি জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে ৩০ শে ডিসেম্বর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ হাটি, এএসাই অরবিন্দু গোস্বামী ও এএসাই কাঞ্চন মন্ডলের উপস্থিতিতে পানাগড়ের আর্যভট্ট ইনস্টিটিউট নামক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এই অ্যাপের সুফল সম্পর্কে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবহিত করা হয়। একইসঙ্গে এই অ্যাপ সম্পর্কে অন্যান্যদের অবহিত করার জন্য তাদের অনুরোধ করা হয়।

এই অ্যাপ সম্পর্কে দুর্গাপুরে একটি সরকারি দপ্তরে কর্মরত দেবাশীষ মুখার্জ্জী বললেন, মাঝে মাঝে পরিবহন জনিত সমস্যার কারণে বাড়ি ফিরতে সমস্যা হয়। এবার এই অ্যাপের জন্য আমার মত বহু যাত্রীর খুব সুবিধা হবে। তাদের কথা ভাববার জন্য রাজ্য সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments