নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে কাঁকসার এক বিজেপি কর্মীর মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ। প্রতিবাদে সোমবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভে দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা।
ঘটনা প্রসঙ্গে বিধায়ক তথা বিজেপি নেত্রী জানান, তৃণমূলের কর্মী সঞ্জয় শর্মা কাঁকসার বাসিন্দা বিজেপি কর্মীর নাবালিকাকে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করা হয়। পরবর্তীকালে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ও শারীরিক সমস্যা দেখা দিলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এই ঘটনায় জড়িত রয়েছে শশীকান্ত দাস ও অঙ্কিত গৌতম নামে আরও দুই তৃণমূল কর্মী। মার্চ মাসের ৩০ তারিখ তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ৮ দিন পেরিয়েছে, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা।
অভিযুক্তদরে দ্রুত গ্রেফতারের দাবিতে এদিন হঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, “আগামী দুদিনের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি কাঁকসা থানাও ঘেরাও করা হবে।”
থানা ঘেরাওয়ের পাশাপাশি এদিন থানার সামনের রাস্তাও প্রায় এক ঘন্টা ধরে অবরোধ করে রাখেন বিজেপি কর্মীরা। পরে থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের আশ্বাসে অবরোধ উঠে যায়।
অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ আইন মোতাবেক কাজ করছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু থানা ঘেরাও করে বিজেপি নাটক করছে।”





