নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসায় বিজেপি কর্মী খুনের মামলায় সরকারী আইনজীবীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ মূল অভিযোগকারীর। আইনজীবীর পরিবর্তনের আবেদন জানিয়ে জেলাশাসক, পুলিশ কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি সামনে আসতেই দুর্গাপুরের আইনজীবী মহলে শুরু হয়েছে জল্পনা।
প্রসঙ্গত ২০১৮ সালে ৯ নভেম্বর কাঁকসার সরস্বতীগঞ্জে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় বিজেপি কর্মী সন্দীপ ঘোষের। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে শেখ সইফুল, জহিরুল মিদ্দা ও শেখ হিরন মন্ডলের নাম। খুনের ঘটনার মামলা আদালতে উঠলে সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত শ্রাবণী সরকার।
সম্প্রতি ওই মামলার মূল অভিযোগকারীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি সন্দীপ ঘোষ খুনের মামলায় সরকারি পক্ষের আইনজীবী শ্রাবণী সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এবং এই মামলায় মূল অভিযুক্তদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে বলে তার কাছে প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন। এবং পুরো বিষয়টি জেলাশাসক, পুলিশ কমিশনার সহ সরকারের বিভিন্ন স্তরে জানিয়ে মামলাটিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ও সঠিক বিচারের জন্য ওই আইনজীবী বদলের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছেন। (যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল)।
অন্যদিকে গতকাল ২৪ নভেম্বর ছিল ওই মামলার গুরুত্বপূর্ণ শুশানি। কিন্তু সরকারি আইনজীবী ওই শুনানিতে হাজির হননি বলে অভিযোগ। যা নিয়ে সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে আইনজীবী মহলে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রে মারফত জানা গেছে।

















