নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য জুড়ে নানা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এবার কাঁকসার জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ নিল শিবপুর বাস ইউনিয়ন। অতিরিক্ত বাস চালানোর পাশাপাশি পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বাস ইউনিয়নের পক্ষ থেকে। পাশাপাশি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় টিফিন, জল ও পেন।
কাঁকসার বিদ বিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন রুটের কোনো বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না ভাড়া। এই রুটের বাস মালিক, পদাধিকারী ও বাস কর্মীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বাস ইউনিয়ন এবং তৃণমূলের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা। সজল বাগদী ও পূর্ণিমা লোহাররা জানায় অতিরিক্ত বাস চলায় তারা সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে পারছে পাশাপাশি বাসের কাকুরা কোনো ভাড়াও নিচ্ছেন না।
বাস ইউনিয়ন সূত্রে জানা গেছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পরীক্ষা শুরু হওয়ার দু’ঘণ্টা আগে থেকে ও পরীক্ষা শেষ হওয়ার পর দু’ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর এদিন জানান, মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে ও উৎসাহ দিতে টিফিন পানীয় জল সহ সামান্য উপহারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্ণনাও জানানো হয়েছে।




