নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রহস্যজনকভাবে আগুন লেগে ভষ্মীভূত হয়ে গেল বিলাসবহুল গাড়ি। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বামুনাড়া গ্রামের ভট্টাচার্য পুকুর এলাকার।
স্থানীয়রা জানাচ্ছেন শনিবার রাতে গ্রামের শেষ প্রান্তে জঙ্গল লাগোয়া ভট্টাচার্য পুকুরের ধারে একটি বিলাসবহুল গাড়িতে আগুন জ্বলতে দেখেন তাঁরা। তবে শীতের রাত হওয়ায় অনেকেই বিষয়টি জানতে পারেননি। সকালে খবর জানাজানি হতেই এলাকায় সকলে ভিড় জমান। স্থানীয়দের মতে গাড়িটি পুরো ভস্মীভূত হয়ে গেলেও সেটি যে বিলাসবহুল গাড়ি তা বোঝা যাচ্ছে। তবে কীভাবে ওই গাড়ি গ্রামে এল, কীভাবে আগুন লাগলো, কারা এই ঘটনা ঘটলো তার কিছুই জাান যায়নি। পুরো বিষয়টি এখনও রহস্যে মোড়া। অবে গ্রামবাসীদের কেউ কেউ দাবি করেছেন একটি ছেলে ও মেয়েকে নাকি ওই গাড়িতে দেখা গিয়েছিল। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি আতঙ্কও তৈরি হয়েছে। গ্রামের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে এলাকা পরিদর্শন করে কাঁকসা থানার পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটি বাঁকুড়ার। তবে কি উদ্দেশ্যে জঙ্গল লাগোয়া শুনশান এলাকায় রাতের অন্ধকারে ওই বিলাসবহুল গাড়িটি নিয়ে ঢোকা হয়েছিল এবং গাড়িতে কীভাবে আগুন লাগলো তা নিয়ে ধন্দ কাটেনি।



















