eaibanglai
Homeএই বাংলায়কাঁকসায় আবাস যোজনার তালিকায় রেশন ডিলারের নাম, বিতর্ক

কাঁকসায় আবাস যোজনার তালিকায় রেশন ডিলারের নাম, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাংলা আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। কোথাও মৃত ব্যক্তির নাম আবার কোথাও পাকা বাড়ির মালিকের নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। এবার জাত বদল করে এক রেশন ডিলারের নাম আবাস তালিকায় ওঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্নের মুখে ব্লক প্রশাসন।

কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জামদোহা এলাকায় থাকেন মৃণাল কান্তি ঘোষ। সেখানেই রয়েছে তার বিশাল দোতালা পাকা বাড়ি। তিনি আবার বিদবিহার গ্রামের রেশন ডিলার। অভিযোগ জাত বদল করে এই মৃণাল কান্তি ঘোষের নাম আবাস যোজনার তালিকায় তোলা হয়েছে।

বিদবিহার গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে যখন সমীক্ষা হয়েছিল তখন যে ৭৭৪ জনের নাম তালিকায় ছিল। সেই তালিকা গ্রাম পঞ্চায়েতের সার্ভার থেকে মুছে গিয়েছিল। সম্প্রতি সেগুলি আবার ফিরে এসেছে। এখন দেখা যাচ্ছে ওই তালিকায় থাকা অধিকাংশ নামের ব্যক্তিরই পাকা বাড়ি রয়েছে।

এই বিষয়ে মৃণাল কান্তিবাবুকে প্রশ্ন করা হলে তিনি তড়িঘড়ি বাইক নিয়ে এলাকা ছাড়েন। অন্যদিকে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ধরনের কারোর নাম আবাসের তালিকায় থাকার কথা নয়। এই তালিকা ২০১৮ সালে তৈরি হয়েছিল। তখন কার নাম ছিল আমরা জানতাম না। এখন সেই তালিকা বাছাই করা হচ্ছে। যারা পাওয়ার যোগ্য তাদেরকেই বাড়ি দেওয়া হবে।”
রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও একই আশ্বাস দেন। তিনি জানান পুরনো তালিকা খতিয়ে দেখা হচ্ছে। যাচাইয়ের সময়ই এইসব নাম বাদ চলে যাবে। পরে নতুন তালিকা প্রকাশ করা হবে এবং আবাস যোজনার জন্য যোগ্য ব্যক্তিদেরই বাড়ি দেওয়া হবে।

যদিও আবাস তালিকায় এই দুর্নীতির বিষয়টি সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাই বুঝতেই পারছে বাংলার কি হাল। যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তারা থাকছে মাটির ঘরে, আর যাদের রয়েছে বিলাসবহুল বাড়ি তাদের জাতি বদল করে আবাসের তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে।” এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments