eaibanglai
Homeএই বাংলায়কাঁকসায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা

কাঁকসায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা। কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে মাস দুয়েক আগে শুরু হয়েছিল নক আউট ক্রিকেট টুর্নামেন্টটি। যেখানে ১৬টি টিম অংশ নিয়েছিল।

রবিবার অনুষ্ঠিত হল তার চূড়ান্ত পর্যায়ের খেলা। মুখোমুখি হয়েছিল দুর্গাপুর ফরিদপুরের নবঘনপুর ও কাঁকসার রক্ষিতপুর। টসে জিতে প্রথম ব্যাড নেওয়ার সিদ্ধান্ত নেয় রক্ষিতপুর। খেলাটি ১২ওভারের হয়। ১১ ওভার শেষে সব উইকেট হারিয়ে রক্ষিতপুর ১১৪রান করে। ব্যাট করতে নেমে ৭.৪ওভারে ৫৬রান করে সব উইকেট হারিয়ে ফেলে নবঘনপুর। রক্ষিতপুর ৫৮ রানে জয়ী হয়। এদিনের খেলায় ম্যান অফ দা ম্যাচ হয় রক্ষিতপুরের মিন্টু ঘোষ। রানার্স এবং উইনার্স দুই দলকেই নগদ টাকা এবং আকর্ষণীয় ট্রফি পুরস্কার দেওয়া হয়। ম্যান অব দ্যা ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যানকেও পুরস্কার দেওয়া হয়।

অন্যদিকে আইপিএল আবহে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments