নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের কাঁকসার জঙ্গলে বুনো হাতির আতঙ্ক। তৎপরতা শুরু করেছে বন দপ্তর। বৃহস্পতিবার ভোর রাতে দুটি হাতি কাঁকসার জঙ্গলে ঢুকে পড়ে বলে প্রাথমিক অনুমান বন দপ্তরের। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে তৈরি হয়েছে আতঙ্ক।
বনদপ্তর সূত্রে জানা গেছে গতকাল রাতে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল থেকে দুটি দলছুট বুনো হাতি দামোদর নদ পেরিয়ে রাজবাঁধ হয়ে ভোরের দিকে বিরুডিহা হয়ে কাঁকসার জঙ্গলে ঢোকে। বর্তমানে হাতি দুটি গোপালপুর বিটের সারেঙ্গা গ্রাম সংলগ্ন মনিকোন্দা জঙ্গলে রয়েছে বলে মনে করা হচ্ছে। জঙ্গলের দুপাশে রয়েছে দুটি আদিবাসী পাড়া ধোঁয়াডাঙা ও চরিপাড়া। ফলে রীতিমতো আতঙ্কে রয়েছেন জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন।
অন্যদিকে হাতি ঢোকার খবর পাওয়ার পরই এদিন সকাল থেকে মাঠে নেমে পড়ে গোপালপুর বিট অফিসের বিট অফিসার সহ বনকর্মী ও আধিকারাকিররা। দিনের আলো ফুটতেই তৎপরতার সাথে গোটা গোপালপুর জুড়ে মাইকিং শুরু করে দেওয়া হয়। গোপালপুর বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায় বলেন, “খবর পেয়ে ভোর থেকে আমরা তৎপরতার সাথে কাজ শুরু করেছি। মাইকিং চলছে। জঙ্গলের ভেতর কাউকে ঢুকতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানানোর কথা জানানো হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে। পাশাপাশি চলছে হাতি দুটিকে লোকেট করার চেষ্টা।”
প্রত্যক্ষদর্শীদের দাবি হাতি দুটির একটি পুর্ণবয়স্ক ও অন্যটি শিশু হাতি। সম্ভব খাবারের খোঁজেই হাতিদুটি দামোদর পেরিয়ে কাঁকসায় ঢুকেছে বলে মনে করা হচ্ছে। তবে এই সময় ধান উঠে যাওয়ায়, চাষের জমি ফাঁকা ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।